Answer ক. শতকরা বার্ষিক r% মুনাফায় p টাকার n বছরের
মুনাফা I এবং চক্রবৃদ্ধি মূলধন C হলে,
সরলমুনাফা, I = prn
এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, C = p `(১ + r)^n`
:. চক্রবৃদ্ধি মুনাফা = `p (১ + r)^n - p`
খ. মনে করি মূলধন p টাকা এবং মুনাফার হার r%
:. এক বছরান্তে চক্রবৃদ্ধি মূল
= `p(১ + r/(১০০))^১` টাকা
= `p(১ + r/(১০০))^১` টাকা
:.`p (১ + r/(১০০)) = ১৯৫০০`
বা,` ১ + r/(১০০) = (১৯৫০০)/p` .............(i)
আবার, দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূল = `p(১ + r/(১০০))^২` টাকা
:. `p(১ + r/(১০০))^২` = ২০২৮০
বা, `p((১৯৫০০)/p)^২` = ২০২৮০ [ (i) হতে]
বা, `p(১৯৫০০ xx ১৯৫০০)/p^২` = ২০২৮০
বা, ২০২৮০ p = `১৯৫০০ xx ১৯৫০০`
বা, p = `(১৯৫০০ xx ১৯৫০০)/(২০২৮০)`
:. p = ১৮৭৫০
:. মূলধন = ১৮.৭৫০ টাকা।
গ. ‘খ’ থেকে পাই, মূলধন p = ১৮৭৫০ টাকা
এবং `p(১ + r/(১০০))` = ১৯৫০০
বা, `১ + r/(১০০) = (১৯৫০০)/p`
বা, `১ + r/(১০০) = (১৯৫০০)/(১৮৭৫০)` [:. = ১৮৭৫০ টাকা]
বা, `r/(১০০) = (১৯৫০০)/(১৮৭৫০) - ১`
বা, `r/(১০০) = (১৯৫০০ - ১৮৭৫০)/(১৮৭৫০)`
বা, `r = (৭৫০ xx ১০০)/(১৮৭৫০)`
বা, r = ৪
:. = ৪%
দেওয়া আছে, সময় n = ৩ বছর
:. সরল মুনাফা, I = prn
= `১৮৭৫০ xx ৪/(১০০) xx ৩` টাকা
= ২২৫০ টাকা
এবং চক্রবৃদ্ধির ক্ষেত্রে সবৃদ্ধিমূল,
C = `p(১ + r/(১০০))^৩` টাকা
= `১৮৭৫০ (১ + ৪/(১০০))^৩` টাকা
= `১৮৭৫০ ((১০০ + ৪)/(১০০))^৩` টাকা
= `১৮৭৫০ ((১০৪)/(১০০))^৩` টাকা
= `১৮৭৫০ xx (১০৪ xx ১০৪ xx ১০৪)/(১০০ xx ১০০ xx ১০০)` টাকা
= ২১০৯১.২০ টাকা
:. চক্রবৃদ্ধি মুনাফা = (c - p) টাকা
= (২১০৯১.২০ - ১৮৭৫০) টাকা
= ২৩৪১.২০ টাকা
:. সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য
= (২৩৪১.২০ - ২২৫০) টাকা
= ৯১.২ টাকা
উত্তর: ৯১.২ টাকা