Question:জলিল তার মোবাইলটি ৪,০০০ টাকায় বিক্রি করলেন। তিনি হিসাব করে দেখালেন যে, তার ১০% ক্ষতি হয়েছে।
ক. জলিলের কত টাকা ক্ষতি হয়েছে?
খ. জলিল যদি ১০% লাভ করতে চাই তবে তাকে কত টাকায় মোবাইলটি বিক্রি করতে হবে?
গ. ক্রয় মূল্যের সমান টাকা ৮% মুনাফা আসলে তিনি কত টাকা পাবেন?
Answer সমাধান:
ক. ক্রয়মূল্য ১০০ টাকা হলে ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য
(১০০ - ১০) টাকা = ৯০ টাকা
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
:. বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য `(১০০)/(৯০)` টাকা
:. বিক্রয়মূল্য ৪,০০০ টাকা হলে ক্রয়মূল্য `(১০০ xx ৪,০০০)/(৯০)` টাকা
= ৪৪৪৪.৪৪ টাকা
:. ক্ষতির পরিমাণ = (৪৪৪৪.৪৪ - ৪০০০) টাকা
= ৪৪৪.৪৪ টাকা
উত্তর: ৪,০০০ টাকা।
খ. ‘ক’ থেকে পাই,
মোবাইলটির ক্রয়রমূল্য = ৪৪৪৪.৪৪ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে ১০% লাভে বিক্রয়মূল্য
= (১০০ + ১০) টাকা
= ১১০ টাকা
:. ক্রয়মূল্য ১ হলে বিক্রয়মূল্য `(১১০)/(১০০)` টাকা
:. ৪৪৪৪.৪৪ ,, ,, `(১১০ xx ৪৪৪৪.৪৪)/(১০০)` টাকা
= ৪৮৮৮.৮৮ টাকা
:. মোবাইলটি বিক্রয় করতে হবে ৪৮৮৮.৮৮ টাকায়।
উত্তর: ৪৮৮৮.৮৮ টাকা
গ. ক্রয়মূল্যের সমান টাকা ব্যাংকে জমা রাখা হলো।
অর্থাৎ আসল p = টাকা
মুনাফার হার r = ৮% =` ৮/(১০০) = ২/(২৫)`
সময় n = ৫ বছর
:. মুনাফা I = prn
= `৪৪৪৪.৪৪ xx ৫ xx ২/(২৫)` টাকা
= ১৭৭৭.৭৮ টাকা
:. মনাফা-আসল = আসল + মুনাফা
= (৪৪৪৪.৪৪ + ১৭৭৭.৭৮) টাকা
= ৬২২২.২২ টাকা
উত্তর: ৬২২২.২২ টাকা।