Question:একটি পণ্যদ্রব্যের খুচরা মূল্য ৫৭৬ টাকা। দ্রব্যটি পাইকারি বিক্রেতা ২০% এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। ক. খুচরা বিক্রেতার ক্রয়মূল্য কত? খ. পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য নির্ণয় কর। গ. পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য অপেক্ষা খুচরা বিক্রেতার ক্রয়মূল্য শতকরা কত বেশি? 

Answer ক. ২০% লাভে খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূ্ল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা। সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা :. বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য `(১০০)/(১২০)` টাকা :. বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হলে ক্রয়মূল্য `(১০০ xx ৫৭৬)/(১২০)` টাকা = ৪৮০ টাকা উত্তর: ৪৮০ টাকা খ. ‘ক’ হতে পাই খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = ৪৮০ টাকা। এখানে, খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = পাইকারি বিক্রেতার বিক্রয়মুল্য। অর্থাৎ দ্রব্যটির পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য ৪৮০ টাকা পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা :. বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য `(১০০)/(১২০)` টাকা :. বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য `(১০০ xx ৪৮০)/(১২০)` টাকা = ৪০০ টাকা অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য ৪০০ টাকা। উত্তর: ৪০০ টাকা গ. ’ক’ হতে পাই, খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ৪৮০ টাকা এবং খ হতে পাই, পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য ৪০০ টাকা সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয়মুল্য অপেক্ষা খুচরা বিক্রেতার ক্রয়মূল্য বেশি = (৪৮০ - ৪০০) টাকা = ৮০ টাকা অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য অপেক্ষা খুচরা বিক্রেতার ক্রয়মূল্য বেশি ক্রয়মূলের পার্থক্য/খুচরা বিক্রেতার ক্রয়মূল্য` xx ১০০%` = `(৮০)/(৪৮০) xx ১০০%` =` ১/৬ xx ১০০%’’ = ১৬ ২/৩%` উত্তর:` ১৬ ২/৩%` 

+ Report
Total Preview: 777
akti panjodrabaেr khuchra mulj৫৭৬ taka. drabati paikari bikreta ২০% abong khuchra bikreta ২০% labhে bicry kare. ka. khuchra bikretar cryomuljkoto? kh. paikari bikretar cryomuljnirony karo. ga. paikari bikretar cryomuljopekha khuchra bikretar cryomuljshotkra koto beshi?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd