Answer ক. ১ম ডজন কলার ক্রয়মূল্য = ১৫ টাকা
এবং ২য় ডজন কলার ক্রয়মূল্য = ১০ টাকা
মোট ২য় ডজন কলার ক্রয়মূল্য = (১৫ + ১০) টাকা
= ২৫ টাকা
:. গড়ে প্রতি ডজন কলার ক্রয়মূল্য `(২৫)/২` টাকা
= ১২.৫০ টাকা
উত্তর: ১২.৫০ টাকা
খ. ‘ক’ হতে পাই
উভয় প্রকারের, ২ ডজন কলার ক্রয়মূল্য = ২৫ টাকা
আবার, উভয় প্রকারের
১ ডজন কলার বিক্রয়মূল্য = ১৪ টাকা
:. ২ ,, ,, `(১৪ xx ২)` টাকা
= ২৮ টাকা
সুতরাং লাভ = (২৮ - ২৫) টাকা = ৩ টাকা
প্রশ্নমতে, ২৫ টাকায় লাভ হয় ৩ টাকা
:. ১ টাকায় লাভ হয় `৩/(২৫)` টাকা
:. ১০০ টাকায় লাভ হয় `(৩ xx ১০০)/(২৫)` টাকা
= ১২ টাকা
উত্তর: ১২ %
গ. ‘ক’ হতে পাই, উভয় প্রকারের গড়ে প্রতি ডজন কলার ক্রয়মূল্য
= ১২.৫০ টাকা
আবার, ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২০% লাভে
বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা
সুতরাং ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
:. ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য `(১২০)/(১০০)` টাকা
:. ক্রয়মূল্য ১২.৫০ টাকা হলে বিক্রয়মূল্য `(১২০ xx ১২.৫০)/(১০০)` টাকা
= ১৫ টাকা
প্রশ্নমতে, ২০% লাভ করতে হলে,
:. ১ ডজন বা ১২টি কলা বিক্রয় করতে হবে ১৫ টাকায়
:. ১টি কলা বিক্রয় করতে হবে `(১৫)/(১২)` টাকায়
= ১.২৫ টাকায়
উত্তর: ১.২৫ টাকা।