Answer ক. ২০% লাভে খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ১০০ টাকা হলে
বিক্রয়মূ্ল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা।
সুতরাং খুচরা বিক্রেতার
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
:. বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য `(১০০)/(১২০)` টাকা
:. বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হলে ক্রয়মূল্য `(১০০ xx ৫৭৬)/(১২০)` টাকা
= ৪৮০ টাকা
উত্তর: ৪৮০ টাকা
খ. ‘ক’ হতে পাই খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = ৪৮০ টাকা।
এখানে, খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = পাইকারি
বিক্রেতার বিক্রয়মুল্য।
অর্থাৎ
দ্রব্যটির পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য ৪৮০ টাকা
পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২০%
লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা
= ১২০ টাকা
সুতরাং পাইকারি বিক্রেতার
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
:. বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য `(১০০)/(১২০)` টাকা
:. বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য `(১০০ xx ৪৮০)/(১২০)` টাকা
= ৪০০ টাকা
অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য ৪০০ টাকা।
উত্তর: ৪০০ টাকা
গ. ’ক’ হতে পাই,
খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ৪৮০ টাকা
এবং খ হতে পাই,
পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য ৪০০ টাকা
সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয়মুল্য অপেক্ষা খুচরা বিক্রেতার ক্রয়মূল্য বেশি
= (৪৮০ - ৪০০) টাকা
= ৮০ টাকা
অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য অপেক্ষা খুচরা বিক্রেতার
ক্রয়মূল্য বেশি ক্রয়মূলের পার্থক্য/খুচরা বিক্রেতার ক্রয়মূল্য` xx ১০০%`
= `(৮০)/(৪৮০) xx ১০০%`
=` ১/৬ xx ১০০%’’ = ১৬ ২/৩%`
উত্তর:` ১৬ ২/৩%`