Question:একজন কলা ব্যবসায়ী ৩০ টাকায় ১২টি ও ১৫টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ৩০ টাকায় ১০টা দরে বিক্রয় করল। ক. ১ হালি কলার গড় ক্রয়মূল্য কত? খ. ঐ ব্যবসায়ী শতকরা কত লাভ বা ক্ষতি হবে? গ. যদি প্রতিটি কলার গড় ক্রয়মূল্য ২.৫ টাকা হতো সেক্ষেত্রে শতকরা কত লাভ বা ক্ষতি হতো। 

Answer সমাধান: ক. আমরা জানি, ১ হালি = ৪টি ১ম প্রকারের ১২টি কলার ক্রয়মূল্য ৩০ টাকা :. ১টি কলার ক্রয়মূল্য `(৩০)/(১২)` টাকা :. ৪টি কলার ক্রয়মূল্য `(৩০ xx ৪)/(১২)` টাকা = ১০ টাকা আবার, ২য় প্রকারের ১৫টি কলার ক্রয়মূল্য ৩০ টাকা :. ১টি কলার ক্রয়মূল্য `(৩০)/(১৫)` টাকা :. ৪টি কলার ক্রয়মূল্য `(৩০ xx ১৫)/৪` টাকা :. উভয় প্রকারের, ২ হালি কলার ক্রয়মূল্য = (১০ + ৮) টাকা = ১৮ টাকা :. গড়ে প্রতি হালি কলার ক্রয়মূল্য = `(১৮)/২` টাকা = ৯ টাকা উত্তর: ৯ টাকা খ. ‘ক’ হতে পাই, গড়ে প্রতি হালি বা ৪টি কলার ক্রয়মূল্য = ৯ টাকা আবার, ১০ কলার বিক্রয়মূল্য = ৩০ টাকা :. ১ কলার বিক্রয়মূল্য `(৩০)/(১০)` টাকা :. ৪ কলার বিক্রয়মূল্য `(৩০ xx ৪)/(১০)` টাকা = ১২ টাকা গড়ে প্রতি হালি কলায় লাভ হয় (১২ - ৯) টাকা = ৩ টাকা প্রশ্নমতে, ৯ টাকায় লাভ হয় ৩ টাকা :. ১ টাকায় লাভ হয় `৩/৯` টাকা :. ১০০ টাকায় লাভ হয় `(৩ xx ১০০)/৯` টাকা = `(১০০)/৩ ` = `৩৩ ১/৩` উত্তর: লাভ `৩৩ ১/৩%` গ. প্রতিটি কলার গড় ক্রয়মূল্য ২.৫ টাকা হলে, ১ হালি বা ৪টি কলার ক্রয়মূল্য = `(২.৫ xx ৪)` টাকা = ১০ টাকা আবার, ‘খ’ হতে পাই, ৪টি কলার বিক্রয়মূল্য = ১২ টাকা সুতরাং লাভ = (১২ - ১০) টাকা = ২ টাকা সুতরাং ১০ টাকায় লাভ হয় ২ টাকা :. ১ টাকায় লাভ হয় `২/(১০)` টাকা :. ১০০ টাকায় লাভ হয় `(২ xx ১০০)/(১০)` টাকা = ২০ টাকা উত্তর: লাভ ২০%। 

+ Report
Total Preview: 963
akjon kala baboshayoী ৩০ takay ১২ti o ১৫ti dore shoman shongkhjok kala cry kare shobogulo kala ৩০ takay ১০ta dore bicry karol. ka. ১ hali kalar gaড় cryomuljkoto? kh. ঐ baboshayoী shotkra koto labh ba khti hobe? ga. jodi protiti kalar gaড় cryomulj২.৫ taka hoto shekkhetre shotkra koto labh ba khti hoto.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd