Answer সমাধান:
ক. আমরা জানি, ১ হালি = ৪টি
১ম প্রকারের
১২টি কলার ক্রয়মূল্য ৩০ টাকা
:. ১টি কলার ক্রয়মূল্য `(৩০)/(১২)` টাকা
:. ৪টি কলার ক্রয়মূল্য `(৩০ xx ৪)/(১২)` টাকা
= ১০ টাকা
আবার, ২য় প্রকারের
১৫টি কলার ক্রয়মূল্য ৩০ টাকা
:. ১টি কলার ক্রয়মূল্য `(৩০)/(১৫)` টাকা
:. ৪টি কলার ক্রয়মূল্য `(৩০ xx ১৫)/৪` টাকা
:. উভয় প্রকারের,
২ হালি কলার ক্রয়মূল্য = (১০ + ৮) টাকা = ১৮ টাকা
:. গড়ে প্রতি হালি কলার ক্রয়মূল্য = `(১৮)/২` টাকা = ৯ টাকা
উত্তর: ৯ টাকা
খ. ‘ক’ হতে পাই,
গড়ে প্রতি হালি বা ৪টি কলার ক্রয়মূল্য = ৯ টাকা
আবার, ১০ কলার বিক্রয়মূল্য = ৩০ টাকা
:. ১ কলার বিক্রয়মূল্য `(৩০)/(১০)` টাকা
:. ৪ কলার বিক্রয়মূল্য `(৩০ xx ৪)/(১০)` টাকা
= ১২ টাকা
গড়ে প্রতি হালি কলায় লাভ হয় (১২ - ৯) টাকা = ৩ টাকা
প্রশ্নমতে, ৯ টাকায় লাভ হয় ৩ টাকা
:. ১ টাকায় লাভ হয় `৩/৯` টাকা
:. ১০০ টাকায় লাভ হয় `(৩ xx ১০০)/৯` টাকা
= `(১০০)/৩ `
= `৩৩ ১/৩`
উত্তর: লাভ `৩৩ ১/৩%`
গ. প্রতিটি কলার গড় ক্রয়মূল্য ২.৫ টাকা হলে,
১ হালি বা ৪টি কলার ক্রয়মূল্য = `(২.৫ xx ৪)` টাকা
= ১০ টাকা
আবার, ‘খ’ হতে পাই,
৪টি কলার বিক্রয়মূল্য = ১২ টাকা
সুতরাং লাভ = (১২ - ১০) টাকা = ২ টাকা
সুতরাং ১০ টাকায় লাভ হয় ২ টাকা
:. ১ টাকায় লাভ হয় `২/(১০)` টাকা
:. ১০০ টাকায় লাভ হয় `(২ xx ১০০)/(১০)` টাকা
= ২০ টাকা
উত্তর: লাভ ২০%।