Answer ক. ১২% = `১২ xx ১/(১০০)`
=` ৩/(২৫)`
উত্তর: `৩/(২৫)`
খ. দেওয়া আছে,
মুনাফার হার r =` ১২% = (১২)/(১০০)`
আসল p = ৮,০০০ টাকা
সময় n = ৩ বছর
সরল মুনাফা I = ?
আমরা জানি, I = prn
অর্থাৎ সরল মুনাফা
= আসল `xx` মুনাফার হার `xx` সময়
= `৮,০০০ xx (১২)/(১০০) xx ৩` টাকা
= ২৮৮০ টাকা
:. সরল মুনাফা ২৮৮০ টাকা
আবার, মুনাফা আসল A = I + P
= (২৮৮০ + ৮,০০০) টাকা
= ১০৮৮০ টাকা
উত্তর: সরল মুনাফা ২৮৮০ টাকা এবং মুনাফা-আসল ১০৮৮০ টাকা।
গ. আমরা জানি, C =` P( + r)^n`
এখানে, মূলধন P = ৮,০০০ টাকা
মুনাফার হার r =`১২% = (১২)/(১০০) `
সময় n = ৩ বছর
C = `৮,০০০ xx (১ + (১২)/(১০০))^৩` টাকা
= `৮০০০ xx ((১১২)/(১০০))^৩` টাকা
=` ৮০০০ xx (১১২ xx ১১২ xx ১১২)/(১০০ xx ১০০ xx ১০০)` টাকা
= ১১২৩৯.৪২৪ টাকা
:. চক্রবৃদ্ধি মুনাফা = সবৃদ্ধিমূল্য - মূলধন
= `C - P xx`
= (১১২৩৯.৪২৪ - ৮০০০) টাকা
= ৩২৩৯.৪২৪ টাকা
:. চক্রবৃদ্ধি মুনাফা ৩২৩৯.৪২ টাকা
উত্তর: ৩২৩৯.৪২ টাকা।