Question:অমল বাবু বার্ষিক ১২% মুনাফায় ৮,০০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। ক. ১২% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর। খ. সরল মুনাফা ও মুনাফা আসল নির্ণয় কর। গ. চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর। 

Answer ক. ১২% = `১২ xx ১/(১০০)` =` ৩/(২৫)` উত্তর: `৩/(২৫)` খ. দেওয়া আছে, মুনাফার হার r =` ১২% = (১২)/(১০০)` আসল p = ৮,০০০ টাকা সময় n = ৩ বছর সরল মুনাফা I = ? আমরা জানি, I = prn অর্থাৎ সরল মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময় = `৮,০০০ xx (১২)/(১০০) xx ৩` টাকা = ২৮৮০ টাকা :. সরল মুনাফা ২৮৮০ টাকা আবার, মুনাফা আসল A = I + P = (২৮৮০ + ৮,০০০) টাকা = ১০৮৮০ টাকা উত্তর: সরল মুনাফা ২৮৮০ টাকা এবং মুনাফা-আসল ১০৮৮০ টাকা। গ. আমরা জানি, C =` P( + r)^n` এখানে, মূলধন P = ৮,০০০ টাকা মুনাফার হার r =`১২% = (১২)/(১০০) ` সময় n = ৩ বছর C = `৮,০০০ xx (১ + (১২)/(১০০))^৩` টাকা = `৮০০০ xx ((১১২)/(১০০))^৩` টাকা =` ৮০০০ xx (১১২ xx ১১২ xx ১১২)/(১০০ xx ১০০ xx ১০০)` টাকা = ১১২৩৯.৪২৪ টাকা :. চক্রবৃদ্ধি মুনাফা = সবৃদ্ধিমূল্য - মূলধন = `C - P xx` = (১১২৩৯.৪২৪ - ৮০০০) টাকা = ৩২৩৯.৪২৪ টাকা :. চক্রবৃদ্ধি মুনাফা ৩২৩৯.৪২ টাকা উত্তর: ৩২৩৯.৪২ টাকা। 

+ Report
Total Preview: 1459
omol babu baroshik ১২% munafay ৮,০০০ taka ৩ bochorer janno bojangke jama rakhlen. ka. ১২% ke shadharon bhgnangshe prokasho karo. kh. shorol munafa o munafa ashol nirony karo. ga. chcrbriddhi munafa nirony karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd