Question:১৩০০০ টাকা ৫ বছরে মুনাফা আসলে ১৮৮৫০ টাকা হয়। ক. মোট মুনাফা কত? খ. মুনাফার হার নির্ণয় কর? গ. ঐ একই হারে কত টাকা ৫ বছরে মুনাফা আসলে ১৪৫০০ টাকা হবে? 

Answer ক. দেওয়া আছে, আসল p = ১৩০০০ টাকা মুনাফা-আসল,A = ১৮৮৫০ টাকা :. মুনাফা, I = A - p = (১৮৮৫০ - ১৩০০০) টাকা = ৫৮৫০ টাকা উত্তর: ৫৮৫০ টাকা। খ. ‘ক’ থেকে পাই, আসল p = ১৩০০০ টাকা মুনাফা I = ৫৮৫০ টাকা সময় n = ৫ বছর আমরা জানি, I = prn বা, r = `I/(pn)` অর্থাৎ মুনাফার হার = মুনাফা/আসল `xx` সময় = `(৫৮৫০)/(১৩০০০ xx ৫)` = ০.০৯ = `০.০৯ xx ১০০%` = ৯% :. মুনাফার হার ৯% উত্তর: ৯% গ. ‘খ’ থেকে পাই, মুনাফার হার r = ৯% `= ৯/(১০০)` সময় n = ৫ বছর মুনাফা-আসল A = ১৪৫০০ টাকা মনে করি আসল p টাকা :. মুনাফা I = A - P = (১৪৫০০ - p) টাকা আমরা জানি, I = prn বা, p = `I/(rn)` বা, p = `(১৪৫০০ - p)/(৯/(১০০) ৫)` বা, p = `((১৪৫০০ - p)/৯)/(২০)` বা, p =` (২০(১৪৫০০ - p))/৯` বা, ৯p = ২৯০০০০ - ২০p বা, ৯p + ২০p = ২৯০০০০ বা, ২৯p = ২৯০০০০ বা, P =` (২৯০০০০)/(২৯)` বা, P = ১০০০০ :. আসল = ১০০০০ টাকা উত্তর: ১০০০০ টাকা। 

+ Report
Total Preview: 932
১৩০০০ taka ৫ bochore munafa ashole ১৮৮৫০ taka hoyo. ka. mot munafa koto? kh. munafar har nirony kar? ga. ঐ aki hare koto taka ৫ bochore munafa ashole ১৪৫০০ taka hobe?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd