Answer ক. এখানে, আসল + ৫ বছরের মুনাফা = ৫০০ টাকা
এবং আসল + ৩ বছরের মুনাফা = ৪৫০ টাকা
------------------------------------------------
(বিয়োগ করে) ২ বছরের মুনাফা = ৫০ টাকা
উত্তর: ৫০ টাকা।
খ. এখানে,
প্রদত্ত আসলের ২ বছরের মুনাফা = ৫০ টাকা
:. ১ বছরের মুনাফা `(৫০)/২` টাকা
:. ৩ বছরের মুনাফা `(৫০ xx ৩)/২` টাকা
= ৭৫ টাকা
কিন্তু আসল + ৩ বছরের মুনাফা = ৪৫০ টাকা
সুতরাং আসল = (৪৫০ - ৭৫) টাকা = ৩৭৫ টাকা
আমরা জানি, I = prn
বা, r = `I/(pn)`
এখানে আসল p = ৩৭৫ টাকা
মুনাফা I = ৭৫ টাকা
সময় n = ৩ বছর
;. r = `(৭৫)/(৩৭৫ xx ৩)`
`= ১/(১৫) = ১/(১৫) xx ১০০%`
=` ৬ ২/৩ %`
উত্তর: আসল ৩৭৫ টাকা এবং মুনাফা `৬ ২/৩ %`।
গ. আসল p = ৩৭৫ টাকা
মুনাফার হার r `= ৬ ২/৩ %`
মনে করি প্রয়োজনীয় সময় n বছর।
;. n বছর পর মুনাফা আসল =` (৩৭৫ xx ২)` টাকা
= ৭৫০ টাকা
সুতরাং বছরের মুনাফা I = (৭৫০ - ৩৭৫) টাকা
= ৩৭৫ টাকা
আমরা জানি,
মুনাফা, I = prn
বা, n = `I/(pr)`
বা, n = `(৩৭৫)/(৩৭৫ xx (২০)/৩ %)`
= `(৩৭৫)/(৩৭৫ xx (২০)/৩ xx ১/(১০০))`
= `(১/১)/(১৫)`
:. প্রয়োজনীয় সময় ১৫ বছর।
উত্তর: ১৫ বছর।