Question:কোনো আসল ৮ বছরে মুনাফা-আসলে ৯০০ টাকা হয় এবং মুনাফা আসলের `২/৭` অংশ। ক. মুনাফার হার ও সরল মুনাফা কাকে বলে? খ. আসল ও মুনাফার হার নির্ণয় কর। গ. উক্ত হার মুনাফার কত বছরে ১০০০০ টাকার মুনাফা ৫০০০ টাকা হবে? 

Answer ক. মুনাফার হার: কোনো নিদিষ্ট টাকার উপর কোনো নিদিষ্ট সময়ের জন্য যে মুনাফা হয় তাকে মুনাফার হার বলা হয়। সাধারণত ১০০ টাকার ১ বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। সরল মুনাফা: প্রতি বছরে শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয়, তাকে সরল মুনাফা বোঝায়। খ. আমরা জানি, আসল + মুনাফা = মুনাফা - আসল বা, আসল + আসলের `২/৭` = ৯০০ টাকা বা, `(১ + ২/৭)` আসল = ৯০০ টাকা বা, `৯/৭` আসল = ৯০০ টাকা বা, আসল = `(৯০০ xx ৭)/৯` টাকা :. আসল = ৭০০ টাকা অতএব, মুনাফা = মুনাফা - আসল - আসল = (৯০০ - ৭০০) টাকা = ২০০ টাকা আবার, আমরা জানি, I = prn বা, r = `I/(pn)` অর্থাৎ মুনাফার হার = মুনাফা/আসল `xx` সময় = `(২০০)/(৭০০ xx ৮)` = `(২০০ xx ১০০)/(৭০০ xx ৮) %` = `(২৫)/৭ %` = `৩ ৪/৭ %` :. নির্ণেয় আসল ৭০০ টাকা এবং মুনাফার হার `৩ ৪/৭%।` উত্তর: ৭০০ টাকা ও `৩ ৪/৭%` 

+ Report
Total Preview: 1324
kono ashol ৮ bochore munafa-ashole ৯০০ taka hoy abong munafa asholer `২/৭` ongsho. ka. munafar har o shorol munafa kake bole? kh. ashol o munafar har nirony karo. ga. ukto har munafar koto bochore ১০০০০ takar munafa ৫০০০ taka hobe?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd