Answer ক. মুনাফার হার: কোনো নিদিষ্ট টাকার উপর কোনো নিদিষ্ট সময়ের জন্য যে মুনাফা হয় তাকে মুনাফার হার বলা হয়। সাধারণত ১০০ টাকার ১ বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়।
সরল মুনাফা: প্রতি বছরে শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয়, তাকে সরল মুনাফা বোঝায়।
খ. আমরা জানি, আসল + মুনাফা = মুনাফা - আসল
বা, আসল + আসলের `২/৭` = ৯০০ টাকা
বা, `(১ + ২/৭)` আসল = ৯০০ টাকা
বা, `৯/৭` আসল = ৯০০ টাকা
বা, আসল = `(৯০০ xx ৭)/৯` টাকা
:. আসল = ৭০০ টাকা
অতএব, মুনাফা = মুনাফা - আসল - আসল
= (৯০০ - ৭০০) টাকা
= ২০০ টাকা
আবার, আমরা জানি, I = prn
বা, r = `I/(pn)`
অর্থাৎ মুনাফার হার = মুনাফা/আসল `xx` সময়
= `(২০০)/(৭০০ xx ৮)`
= `(২০০ xx ১০০)/(৭০০ xx ৮) %`
= `(২৫)/৭ %`
= `৩ ৪/৭ %`
:. নির্ণেয় আসল ৭০০ টাকা এবং মুনাফার হার `৩ ৪/৭%।`
উত্তর: ৭০০ টাকা ও `৩ ৪/৭%`