Question:বার্ষিক শতকরা মুনাফার হার ১২.৫০ টাকা। এক ব্যক্তি ৬০০০ টাকা ৮ বছরে জন্য ব্যাংকে গচ্ছিত রাখল। ৮ বছর পর আসল তুলে নিল এবং মুনাফা ব্যাংকে জমা রাখল।
ক. ১০০ টাকার ৮ বছরের মুনাফা কত?
খ. দেখাও যে ৮ বছর পর ঐ ব্যক্তির মুনাফার পরিমাণ আসলের সমান।
গ. প্রাপ্ত মুনাফা `৫ ১/৪%` হারে ব্যাংকে রাখলে ৪ বছর পর মুনাফা-আসলে কত টাকা হবে?
Answer ক. ১০০ টাকার ১ বছরের মুনাফা ১২.৫০ টাকা
:. ১০০ টাকার ৮ বছরের মুনাফা
`(১২.৫০ xx ৮)` টাকা
= ১০০ টাকা
উত্তর: ১০০ টাকা
খ. দেওয়া আছে, মুনাফার হার
= ১২.৫০%
= `(১২.৫০)/(১০০)`
আসল, p = ৬০০০ টাকা
সময় n = ৮ বছর
মুনাফা I = ?
আমরা জানি, I = prn
অর্থাৎ
মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময়
= `৬০০০ xx (১২.৫০)/(১০০) xx ৮` টাকা
= ৬০০০ টাকা
:. মুনাফার পরিমাণ ৬০০০ টাকা
:. আসল = মুনাফা
গ. দেওয়া আছে, মুনাফার হার =` ৫ ১/৪%` বা, `(২১)/৪%`
= `(২১)/(৪ xx ১০০)`
এখানে আসল p = ৬০০০ টাকা
সময় n = ৪ বছর
মুনাফা I = ?
আমরা জানি, I = prn
অর্থাৎ মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময়
=` ৬০০০ xx (২১)/(৪ xx ১০০) xx ৪` টাকা
= ১২৬০ টাকা
:. মুনাফা-আসল = (১২৬০ + ৬০০০) টাকা
= ৭২৬০ টাকা
উত্তর: ৭২৬০ টাকা