Answer ক. দেওয়া আছে, আসল p টাকা
সময় n = ৩ বছর
পূর্বের মুনাফার হার r =` ১০% = (১০)/(১০০)`
আমরা জানি, I = prn
:. পূর্বের হারে মুনাফা
= আসল `xx` মুনাফার হার `xx` সময়
= `৩০০০ xx (১০)/(১০০) xx ৩` টাকা
= ৯০০ টাকা
:. তিনি পূর্বের হারে ৯০০ টাকা মুনাফা পেতেন।
খ. দেওয়া আছে, আসল p = ৩০০০ টাকা
সময় n = ৩ বছর
পরের মুনাফার হার `r_1`= ৮%
:. পরের হারে মুনাফা
= আসল `xx` মুনাফার হার `xx` সময়
= `৩০০০ xx ৮/(১০০) xx ৩` টাকা
= ৭২০ টাকা
‘ক’ অংশ হতে পাই,
পূর্বের হারের মুনাফা ৯০০ টাকা
:. তার মুনাফা কমে গেল (৯০০ - ৭২০) টাকা
= ১৮০ টাকা
উত্তর: ১৮০ টাকা
গ.মনে করি, তিনি অতিরিক্ত x টাকা জমা রাখলে পূর্বের সমান মুনাফা পাবেন।
:. আসল p = (৩০০০ + x) টাকা
মুনাফা I = ৯০০ টাকা
মুনাফার হার r = ৮% = `৮/(১০০)`
সময় n = ৩ বছর
আমরা জানি, I = prn
অর্থাৎ মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময়
বা, `৯০০ = (৩০০০ + x) xx ৮/(১০০) xx ৩`
বা, `৯০০ = (২৪ (৩০০০ + x))/(১০০)`
বা, `২৪ (৩০০০ + x) = ৯০০ xx ১০০`
বা, `৩০০০ + x = (৯০০ xx ১০০)/(২৪)`
বা, ৩০০০ + x = ৩৭৫০
বা, x = ৩৭৫০ - ৩০০০
:. x = ৭৫০
:. অতিরিক্ত ৭৫০ টাকা জমা রাখতে হবে।
উত্তর: ৭৫০ টাকা।