Question:কোনো আসল ৩ বছরে মুনাফা আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলে `৩/৮` অংশ। ক.আসল কত? খ. মুনাফার হার নির্ণয় কর। গ. কত বছরে মুনাফা, আসলের` ১ ১/২` গুণ হবে? 

Answer ক. আমরা জানি, আসল + মুনাফা = মুনাফা-আসল অর্থাৎ p + I = A বা, `p + ৩/৮ p = A` বা, `(১ + ৩/৮) p = A` বা, `((৮ + ৩)/৮) xx` আসল = মুনাফা-আসল বা, `(১১)/৮` আসল = ৫৫০০ টাকা বা, আসল =` ৫৫০০ xx (১১)/৮` টাকা = ৪০০০ টাকা উত্তর: আসল ৪০০0 টাকা। খ. ‘ক’ থেকে পাই, আসল p = ৪০০০ টাকা মুনাফা-আসল, A = ৫৫০০ টাকা :. মুনাফা, I = (৫৫০০ - ৪০০০) টাকা = ১৫০০ টাকা সময় n = ৩ বছর আমরা জানি, I = prn বা, r = `I/(pn)` অর্থাৎ মুনাফার হার = মুনাফা/আসল `xx` সময় = `(১৫০০)/(৪০০০০ xx ৩)` = `১/৮` = `১/৮ xx ১০০% ` = ১২.৫% মুনাফার হার = ১২.৫% উত্তর: ১২.৫%। গ. ‘ক’ হতে পাই, আসল = ৪০০০ টাকা :. মুনাফা = আসল `xx ১ ১/২` = `৪০০০ xx ৩/২` টাকা = ৬০০০ টাকা ‘খ’ থেকে পাই, মুনাফার হার = ১২.৫% = `(১২.৫)/(১০০)` মনে করি প্রয়োজনীয় সময় n বছর আমরা জানি, I = prn বা, n = `I/(pr)` অর্থা সময় = মুনাফা/আসল `xx` মুনাফার হার = `(৬০০০)/(৪০০০ xx (১২.৫)/(১০০))` বছর = `(৬০০০)/(৪০ xx ১২.৫)` বছর = ১২ উত্তর: ১২ বছর। 

+ Report
Total Preview: 6642
kono ashol ৩ bochore munafa ashole ৫৫০০ taka hoyo. munafa ashole `৩/৮` ongsho. ka.ashol koto? kh. munafar har nirony karo. ga. koto bochore munafa, asholero` ১ ১/২` gun hobe?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd