Question:শরিফ সাহেব ৫% মুনাফায় ১০০০০ টাকা ১০ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। এরপর তিনি অন্য একটি ব্যাংকে বার্ষিক শতকরা ৪ টাকা হার মুনাফায় ৩ বছর ৪ মাসের জন্য কিছু টাকা জমা রাখলেন। ক. ৩ বছর ৪ বছর মাসকে বছরে প্রকাশ কর। খ. প্রথম ব্যাংক থেকে শরীফ সাহেব কত টাকা মুনাফা পাবেন? গ. অন্য ব্যাংকে কত টাকা রাখলে ৩ বছর ৪ মাসে তিনি ঐ সমান মুনাফা পাবেন? 

Answer ক. ৩ বছর ৪ মাস = ৩ বছর + `৪/(১২)` বছর = `(৩ + ১/৩)` বছর = `(৯ + ১)/৩` বছর = `(১০)/৩` বছর উত্তর: `(১০)/৩` বছর। খ. দেওয়া আছে, মুনাফার হার r `= ৫% = ৫/(১০)` আসল p = ১০০০০ টাকা সময় n = ১০ বছর মুনাফা I = ? আমরা জানি,I = prn অর্থাৎ মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময় = `১০০০০ xx ৫/(১০০) xx ১০` টাকা = ৫০০০ টাকা উত্তর: ৫০০০ টাকা গ. মনে করি, অন্য ব্যাংকে p টাকা গুচ্ছিত রাখতে হবে। ৩ বছর ৪ মাস = ৩ বছর + `৪/(১২)` বছর = `(৩ + ১/৩)` বছর = `(১০)/৩` বছর মুনাফা, I = ৫০০০ টাকা মুনাফার হার, r =` ৪% = ৪/(১০০)` আমরা জানি, I = prn অর্থাৎ মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময় বা, `৫০০০ = p xx ৪/(১০০) xx (১০)/৩` বা, `৪p = ৫০০০ xx ১০ xx ৩` বা, p `= (৫০০০ xx ১০ xx ৩)/৪` :. p = ৩৭, ৫০০ :. ৩৭, ৫০০ টাকা গচ্ছিত রাখতে হবে। উত্তর: ৩৭, ৫০০ টাকা। 

+ Report
Total Preview: 883
shoripho shahebo ৫% munafay ১০০০০ taka ১০ bochorer janno bojangke jama rakhlen. aropar tini onno akti bojangke baroshik shotkra ৪ taka har munafay ৩ bochor ৪ masher janno kichu taka jama rakhlen. ka. ৩ bochor ৪ bochor mashoke bochore prokasho karo. kh. prothomo bojangk theke shoripho shahebo koto taka munafa paben? ga. onno bojangke koto taka rakhle ৩ bochor ৪ mashe tini ঐ shoman munafa paben?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd