Answer ক. আমরা জানি,
আসল + মুনাফা = মুনাফা-আসল
অর্থাৎ p + I = A
বা, `p + ৩/৮ p = A`
বা, `(১ + ৩/৮) p = A`
বা, `((৮ + ৩)/৮) xx` আসল = মুনাফা-আসল
বা, `(১১)/৮` আসল = ৫৫০০ টাকা
বা, আসল =` ৫৫০০ xx (১১)/৮` টাকা = ৪০০০ টাকা
উত্তর: আসল ৪০০0 টাকা।
খ. ‘ক’ থেকে পাই, আসল p = ৪০০০ টাকা
মুনাফা-আসল, A = ৫৫০০ টাকা
:. মুনাফা, I = (৫৫০০ - ৪০০০) টাকা
= ১৫০০ টাকা
সময় n = ৩ বছর
আমরা জানি, I = prn
বা, r = `I/(pn)`
অর্থাৎ মুনাফার হার = মুনাফা/আসল `xx` সময়
= `(১৫০০)/(৪০০০০ xx ৩)`
= `১/৮`
= `১/৮ xx ১০০% `
= ১২.৫%
মুনাফার হার = ১২.৫%
উত্তর: ১২.৫%।
গ. ‘ক’ হতে পাই, আসল = ৪০০০ টাকা
:. মুনাফা = আসল `xx ১ ১/২`
= `৪০০০ xx ৩/২` টাকা = ৬০০০ টাকা
‘খ’ থেকে পাই,
মুনাফার হার = ১২.৫% = `(১২.৫)/(১০০)`
মনে করি প্রয়োজনীয় সময় n বছর
আমরা জানি, I = prn
বা, n = `I/(pr)`
অর্থা সময় = মুনাফা/আসল `xx` মুনাফার হার
= `(৬০০০)/(৪০০০ xx (১২.৫)/(১০০))` বছর
= `(৬০০০)/(৪০ xx ১২.৫)` বছর
= ১২
উত্তর: ১২ বছর।