Question:কোনো শহরের বর্তমান লোকসংখ্যা ৫০ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন।
ক. লোকসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত?
খ. ৩ বছর পর ঐ শহরের লোকসংখ্যা বৃদ্ধি পেয়ে কত হবে?
গ. ৫ বছর পর লোকসংখ্যা প্রাথমিক লোকসংখ্যা থেকে কতজন বৃদ্ধি পাবে?
Answer ক. এখানে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন
সুতরাং জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার = `(২৫ xx ১০০)/(১০০০) %`
= ২.৫%
খ. শহরের বর্তমান লোকসংখ্যা p = ৫০০০০০০
লোকসংখ্যা বৃদ্ধির হার r = `২.৫% = (২.৫)/(১০০)`
সময় n = ৫ বছর
চক্রবৃদ্ধি মুনাফার সূত্রানুসারে,
C = `p(১ +r)^n`
= `৫০০০০০০ (১ + (২.৫)/(১০০))^৩`
= `৫০০০০০০ ((১০২.৫)/(১০০))^৩`
= `৫০০০০০০ xx (১০২.৫ xx ১০২.৫ xx ১০২.৫)/(১০০ xx ১০০ xx ১০০)`
= ৫৩৮৪৪৫৩
অর্থাৎ ৩ বছর পর ঐ শহরের লোকসংখ্যা হবে ৫৩৮৪৪৫৩
উত্তর: ৫৩৮৪৪৫৩ জন।
গ. শহরের বর্তমান লোকসংখ্যা p = ৫০০০০০০
লোকসংখ্যা বৃদ্ধির হার r = `২.৫% = (২.৫)/(১০০)`
সময় n = ৫ বছর
চকৃবৃদ্ধি মুনাফার সূত্রনুসারে
:. `C = p(১ + r)^n`
= `৫০০০০০০ (১ + (২.৫)/(১০০))^৫`
= `৫০০০০০০ xx ((১০২.৫)/(১০০))^৫`
= `৫০০০০০০ xx (১০২.৫ xx ১০২.৫ xx ১০২.৫ xx ১০২.৫ xx ১০২.৫)/(১০০ xx ১০০ xx ১০০ xx ১০০ xx ১০০)`
= ৫৬৫৭০৪১
সুতরাং ৫ বছর পর ঐ শহরের লোকসংখ্যা হবে ৫৬৫৭০৪১। তাহলে ৫ বছর পর লোকসংখ্যা প্রাথমিক লোকসংখ্যা
থেকে বৃদ্ধি পাবে (৫৬৫৭০৪১ - ৫০০০০০০) জন
= ৬৫৭০৪১ জন
উত্তর: ৬৫৭০৪১ জন।
+ ExplanationNot Moderatedঅতিরিক্ত সৃজনশীল প্রশ্নাবলী ও সমাধান