Answer ক. একই বছরান্তে চকৃবৃদ্ধি মূলধন ৬৫০০ টাকা
এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা মূলধন ৬৭৬০ টাকা
:. দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ
= (৬৭৬০ - ৬৫০০) টাকা
= ২৬০ টাকা
উত্তর: ২৬০ টাকা
খ. মনে করি, মূলধন টাকা এবং বার্ষিক মুনাফার হার
:. এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন `p = (১ + r/(১০০))` টাকা
এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন =` p(১ + r/(১০০))^` টাকা
প্রশ্নমতে, `p (১ + r/(১০০)) = ৬৫০০`
বা, `১ + r/(১০০) = (৬৫০০)/p` ...............(i)
এবং `p (১ + r/(১০০))^` = ৬৭৬০
বা, `p((৬৫০০)/p)^` = ৬৭৬০
[ থেকে `(১ + r/(১০০))` এর মান বসিয়ে]
বা, `p (৬৫০০ xx ৬৫০০)/p = ৬৭৬০`
বা, `(৬৫০০ xx ৬৫০০)/p = ৬৭৬০`
বা, `p xx ৬৭৬০ = ৬৫০০ xx ৬৫০০`
বা, `p = (৬৫০০ xx ৬৫০০)/(৬৭৬০)`
:. p = ৬২৫০
:. মূলধন ৬২৫০ টাকা
উত্তর: ৬২৫০ টাকা।