Question:মিসেস আসমা বার্ষিক ৫% হার মুনাফায় ৫০০০ টাকা ৩ বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখলেন। ক. তার দুই বছরের সরল মুনাফা নির্ণয় কর। খ. তিনি তিন বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা কত পাবেন তা নির্ণয় কর। গ. একই হার মুনাফায় উক্ত টাকা কত বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে নির্ণয় কর। 

Answer ক. দেওয়া আছে, মূলধন p = ৫০০০ টাকা মুনাফার হার r = `৫% = ৫/(১০০)` সময় n = ২ বছর আমরা জানি, সরল মুনাফা, I = prn = `৫০০০ xx ৫/(১০০) xx ২` টাকা = ৫০০ টাকা উত্তর: ৫০০ টাকা। খ. এখানে, মূলধন p = ৫০০০ টাকা মুনাফার হার r = ৫% =` ৫/(১০০)` সময় n = ৩ বছর আমরা জানি, চক্রবৃদ্ধির ক্ষেত্রে সবৃদ্ধিমূল C =` p(১ + r)^n` = `৫০০০ (১ + ৫/(১০০))^৩` টাকা = `৫০০০ xx ((১০৫)/(১০০))^৩` টাকা = `৫০০০ xx (১০৫ xx ১০৫ xx ১০৫)/(১০০ xx ১০০ xx ১০০)` টাকা = ৫৭৮৮.১২৫ টাকা ;. চক্রবৃদ্ধি মুনাফা = C - P = (৫৭৮৮.১২৫ - ৫০০০) টাকা = ৭৮৮.১২৫ টাকা উত্তর: ৭৮৮.১২৫ টাকা। গ. দেওয়া আছে, আসল, p = ৫০০০ টাকা :. মুনাফা-আসল A `= (৫০০০ xx ২)` টাকা = ১০০০০ টাকা মুনাফার হার r = `৫% = ৫/(১০০)` ধরি সময় n বছর আমরা জানি, মুনাফা-আসল A = I + P বা, A = prn + p বা, A - P = prn বা, `(A - P)/(pr) = n` বা, `n = (A - P)/(pr)` বা, `n = (১০০০০ - ৫০০০)/(৫০০০ xx ৫/(১০০))` বা, `n = (৫০০০)/(২৫০)` :. n = ২০ বছর উত্তর: ২০ বছর। 

+ ExplanationNot Moderated
+ Report
Total Preview: 2311
mishesho ashoma baroshik ৫% har munafay ৫০০০ taka ৩ bochorer janno akti bojangke jama rakhlen. ka. tar dui bochorer shorol munafa nirony karo. kh. tini tin bochorantoে chcrbriddhi munafa koto paben ta nirony karo. ga. aki har munafay ukto taka koto bochore munafa-ashole dobigun hobe nirony karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd