Answer ক. শতকরা বার্ষিক r% মুনাফায় p টাকার n বছরের
মুনাফা I এবং চক্রবৃদ্ধি মূলধন C হলে
সরল মুনাফার ক্ষেত্রে I = prn
এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, C =` p(১+ r)^n`
খ. আসল + ৫ বছরের মুনাফা = ৩৩৭৫ টাকা
আসল + ৩ বছরের মুনাফা = ৩০২৫ টাকা
----------------------------------------
বিয়োগ করে, ২ বছরের মুনাফা = ৩৫০ টাকা
:. ১ বছরের মুনাফা = `(৩৫০)/২` টাকা ,,
:. ৩ বছরের মুনাফা = `(৩৫০ xx ৩)/২` ,,
= ৫২৫ টাকা
:. আসল = মুনাফা-আসল-মুনাফা
= (৩০২৫ - ৫২৫) টাকা
= ২৫০০ টাকা
এখানে আসল p = ২৫০০ টাকা
সময় n = ৩ বছর
মুনাফা I = ৫২৫ টাকা
মুনাফার হার r = ?
আমরা জানি
অর্থাৎ মুনাফা = আসল মুনাফার হার সময়
বা মুনাফার হার = মুনাফা/আসল `xx` সময়
= `(৫২৫)/(২৫০০ xx ৩)`
= ০.০৭
= `০.০৭ xx ১০০ xx ১/(১০০)`
= ৭%
উত্তর: ৭%
গ. ‘ক’ হতে পাই,
আসল p = ২৫০০ টাকা
মুনাফার হার r = `৭% = ৭/(১০০)`
সময় n = ৩ বছর
আমরা জানি
সরল মুনাফা,I = prn
= `২৫০০ xx ৭/(১০০) xx ৩` টাকা
= ৫২৫ টাকা
আবার,
সৃবৃদ্ধিমূল, C = `p(১ + r)^n`
= `২৫০০ (১ + ৭/(১০০))^৩` টাকা
= `২৫০০ xx ((১০৭)/(১০০))^৩` টাকা
= `২৫০০ xx (১০৭)/(১০০) xx (১০৭)/(১০০) xx (১০৭)/(১০০)` টাকা
= ৩২১৫.৭৪ টাকা
:. চক্রবৃদ্ধি মুনাফা C - P
= (৩২১৫.৭৪ - ২৫০০) টাকা
= ৭১৫.৭৪ টাকা
:. চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য
(৭১৫.৭৪ - ৫২৫) টাকা
= ১৯০.৭৪ টাকা
উত্তর: ১৯০.৭৪ টাকা।