Answer ক. দেওয়া আছে,
মূলধন p = ৫০০০ টাকা
মুনাফার হার r = `৫% = ৫/(১০০)`
সময় n = ২ বছর
আমরা জানি,
সরল মুনাফা, I = prn
= `৫০০০ xx ৫/(১০০) xx ২` টাকা
= ৫০০ টাকা
উত্তর: ৫০০ টাকা।
খ. এখানে,
মূলধন p = ৫০০০ টাকা
মুনাফার হার r = ৫% =` ৫/(১০০)`
সময় n = ৩ বছর
আমরা জানি,
চক্রবৃদ্ধির ক্ষেত্রে সবৃদ্ধিমূল C =` p(১ + r)^n`
= `৫০০০ (১ + ৫/(১০০))^৩` টাকা
= `৫০০০ xx ((১০৫)/(১০০))^৩` টাকা
= `৫০০০ xx (১০৫ xx ১০৫ xx ১০৫)/(১০০ xx ১০০ xx ১০০)` টাকা
= ৫৭৮৮.১২৫ টাকা
;. চক্রবৃদ্ধি মুনাফা = C - P
= (৫৭৮৮.১২৫ - ৫০০০) টাকা
= ৭৮৮.১২৫ টাকা
উত্তর: ৭৮৮.১২৫ টাকা।
গ. দেওয়া আছে,
আসল, p = ৫০০০ টাকা
:. মুনাফা-আসল A `= (৫০০০ xx ২)` টাকা
= ১০০০০ টাকা
মুনাফার হার r = `৫% = ৫/(১০০)`
ধরি সময় n বছর
আমরা জানি,
মুনাফা-আসল A = I + P
বা, A = prn + p
বা, A - P = prn
বা, `(A - P)/(pr) = n`
বা, `n = (A - P)/(pr)`
বা, `n = (১০০০০ - ৫০০০)/(৫০০০ xx ৫/(১০০))`
বা, `n = (৫০০০)/(২৫০)`
:. n = ২০ বছর
উত্তর: ২০ বছর।