Question:সারোয়ার সাহেব বার্ষিক ১০% মুনাফায় ২ বছরের জন্য ১৫০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ক. ১, ৪, ১০, ২২, ৪৬.............এর পরবর্তী দুইটি সংখ্যা কত? খ. মুনাফা-আসল নির্ণয় কর। গ. চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় কর। 

Answer ক. প্রদত্ত তালিকা: ১, ৪, ১০, ২২, ৪৬............ তালিকার সংখ্যাগুলো ১, ৪, ১০, ২২, ৪৬............. পার্থক্য: ৩, ৬, ১২, ২৪ লক্ষ করি, প্রতিবার পার্থক্য পূর্ববতী পার্থক্যের দ্বিগুণ হচ্ছে। অতএব, পরবতী সংখ্যা দুইটি হবে `৪৬ + ২৪ xx ২ = ৯৪ ও ৯৪ + ৪৮ xx ২ = ১৯০` উত্তর: ৯৮ ও ১৯০। খ. দেওয়া আছে, আসল p = ১৫০০ টাকা মুনাফার হার r = `১০% = (১০)/(১০০)` সময় n = ২ বছর আমরা জানি, I = prn অর্থাৎ মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময় :. মুনাফা = `(১৫০০ xx (১০)/(১০০) xx ২ )` টাকা = ৩০০ টাকা :. মুনাফা - আসল = আসল + মুনাফা = (১৫০০ + ৩০০) টাকা = ১৮০০ টাকা উত্তর: ১৮০০ টাকা। গ. ‘ক’ থেকে পাই, সরল মুনাফা = ৩০০ টাকা আবার, সবৃদ্ধিমূল C =`p (১ + r)^n` =` ১৫০০ (১ + (১১০)/(১০০))^২` টাকা =` ১৫০০ xx ((১১০)/(১০০))^২` টাকা = `১৫০০ xx (১১)/(১০) xx (১১)/(১০)` টাকা = `১৫০০ xx (১১)/(১০)` টাকা = ১৮১৫ টাকা :. চক্রবৃদ্ধি মুনাফা = C - P = (১৮১৫ - ১৫০০) টাকা = ৩১৫ টাকা :. চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য (৩১৫ - ৩০০) টাকা = ১৫ টাকা উত্তর: ১৫ টাকা। 

+ Report
Total Preview: 1113
sharoyar shahebo baroshik ১০% munafay ২ bochorer janno ১৫০০ taka bojangke jama rakhlen. ka. ১, ৪, ১০, ২২, ৪৬.............ar paroboroti duiti shongkha koto? kh. munafa-ashol nirony karo. ga. chcrbriddhi munafa o shorol munafar parothokjnirony karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd