Question:জনাব শফিক বার্ষিক ৭% মুনাফায় ৩০.০০০ টাকা একটি ব্যাংকে জমা রাখলেন। ক. তার ৫ বছরের সরল মুনাফা নির্ণয় কর। খ. উক্ত টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় কর। গ. ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর। 

Answer ক. দেওয়া আছে, মূলধন p = ৩০,০০০ টাকা মুনাফার হার r = `৭% = ৭/(১০)` সময় n = ৫ বছর আমরা জানি, সরল মুনাফা I = prn = `৩০০০০ xx ৭/(১০) xx ৫` টাকা = ১০,৫০০ টাকা উত্তর: ১০,৫০০ টাকা। খ. মূলধন p = ৩০,০০০ টাকা সময় n = ২ বছর মুনাফার হার r = `৭% = ৭/(১০০)` সবৃদ্ধিমূল C = ? আমরা জানি, C =`p (১ + r)^n` = `৩০০০ (১ + ৭/(১০০))^২` টাকা = `৩০০০ xx ((১০৭)/(১০০))^২` টাকা = `৩০০০ xx (১০৭)/(১০০) xx (১০৭)/(১০০)` টাকা = ৩৪৩৪৭ টাকা উত্তর: ৩৪৩৪৭ টাকা। গ. দেওয়া আছে, মূলধন p = ৩০০০০ টাকা মুনাফার হার r = `৭% = ৭/(১০০)` সময় n = ৩ বছর আমরা জানি, সরল মুনাফা I = prn = `৩০০০০ xx ৭/(১০০) xx ৩` টাকা = ৬৩০০ টাকা আবার, সবৃদ্ধিমূল C =` p (১ + r)^n` = `৩০০০০ (১ + ৭/(১০০))^৩` টাকা = `৩০০০০ xx ((১০৭)/(১০০))^৩` টাকা =` ৩০০০০ xx (১০৭)/(১০০) xx (১০৭)/(১০০) xx (১০৭)/(১০০)` টাকা = ৩৬৭৫১.২৯ টাকা :. চকৃবৃদ্ধি মুনাফা = C - P = (৩৬৭৫১.২৯ - ৩০০০০) টাকা = ৬৭৫১.২৯ টাকা :. চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য (৬৭৫১.২৯ - ৬৩০০) টাকা = ৪৫১২৯ টাকা উত্তর: ৪৫১২৯ টাকা। 

+ Report
Total Preview: 1651
jonabo shofek baroshik ৭% munafay ৩০.০০০ taka akti bojangke jama rakhlen. ka. tar ৫ bochorer shorol munafa nirony karo. kh. ukto takar ২ bochorer chcrbriddhi muldhn nirony karo. ga. ৩ bochorer shorol munafa o chcrbriddhi munafar parothokjnirony karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd