Answer ক. দেওয়া আছে,
আসল p = ৬৫০০ টাকা
মুনাফা-আসল A = ৯৪২৫ টাকা
:. মুনাফা I = A - P
= (৯৪২৫ - ৬৫০০) টাকা
= ২৯২৫ টাকা
সময় n = ৫ বছর
আমরা জানি, I = prn
:. r = `I/(pr)`
= `(২৯২৫)/(৬৫০০ xx ৫)`
= ০.০৯
= `০.০৯ xx ১০০%`
= ৯%
:. মুনাফার হার ৯%
উত্তর: ৯%
খ. মনে করি, আসল p টাকা
‘ক’ থেকে পাই, মুনাফার হার r = `৯% = ৯/(১০০)`
দেওয়া আছে, সময় n = ৫ বছর
মুনাফা-আসল A = ১০২৯৫
:. মুনাফা, I = prn
= (১০২৯৫ - p) টাকা
আমরা জানি, I = prn
বা, ১০২৯৫ - p = `p xx ৯/(১০০) xx ৫`
বা, ১০২৯৫ - p = `(৯p)/(২০)`
বা, `১০২৯৫ = (৯p)/(২০) + p`
বা, `১০২৯৫ = (৯p + ২০ p)/(২০)`
বা, `১০২৯৫ = (২৯p)/(২০)`
বা, `২৯p = ১০২৯৫ xx ২০`
বা, p `= (১০২৯৫ xx ২০)/(২৯)`
বা, p = ৭১০০
:. আসল = ৭১০০ টাকা
উত্তর: ৭১০০ টাকা।
গ. ‘খ’ থেকে পাই, আসল p= ৭১০০ টাকা
দেওয়া আছে, মুনাফার হার r `= ১০% = (১০)/(১০০)`
সময় n = ৫ বছর।
আমরা জানি,
চক্রবৃদ্ধি মূল C =` p (১ + r)^n`
বা, C = `৭১০০ (১ + (১০)/(১০০))^৫` টাকা
=` ৭১০০ xx ((১১)/(১০))^৫` টাকা
=` ৭১০০ xx (১১ xx ১১ xx ১১ xx ১১ xx ১১)/(১০ xx ১০ xx ১০ xx ১০ xx ১০)` টাকা
= ১১৪৩৪.৬২ টাকা
:. চক্রবৃদ্ধি মুনাফা = C - P
= (১১৪৩৪.৬২ - ৭১০০) টাকা
= ৪৩৩৪.৬২ টাকা
উত্তর: ৪৩৩৪.৬২ টাকা।