Question:একটি সংখ্যা অপর একটি সংখ্যার `2/3` গুণ এবং সংখ্যা দুইটির সমস্টি `100`.
ক. তথ্যগুলোকে এক চলক বিশিষ্ট একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ কর ।
খ. সংখ্যা দুইটি নির্ণয় কর ।
গ. একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1 ; লব ও হর থেকে 1 বিয়োগ করলে যে ভগ্নাংশ গঠীত হয় তা পূর্বের সংখ্যা দুটি দ্বারা গঠীত প্রকৃত ভগ্নাংশের সমান । ভগ্নাংশটি নির্ণয় কর ।
Answer ক. মনেকরি, একটি সংখ্যা = x
`:.`অপর সংখ্যাটি =(x এর `2/3`) = `(2x)/3`
প্রশ্নমতে, `x+(2x)/3= 100` (Ans.)
খ. ‘ক’ হতে পাই,`x+(2x)/3= 100`
বা, `(3x+2x)/3= 100`
বা, `(5x)/3= 100`
বা, `5x= 100xx3` [আড়াগুণন করে]
বা, `5x= 300`
বা, `x=300/5`
`:. x = 60`
অর্থাৎ, একটি সংখ্যা, `x= 60`
এবং অপর সংখ্যাটি `=(2x)/3= (2xx60)/3= 40`
`:.` সংখ্যা দুটি যথাক্রমে 60 এবং 40 (Ans.)
গ. ‘খ’ থেকে পাই, সংখ্যা দুটি যথাক্রমে 60 এবং 40
`:.` সংখ্যা দুইটি দ্বারা গঠিত প্রকৃত ভগ্নাংশ `= 40/60=2/3`
এখন, মনে করি, ভগ্নাংশটির লব = x
এবং " " " হর = x+1
`:.` ভগ্নাংশটি= `x/(x+1)`
প্রশ্নমতে, `(x-1)/(x+1-1)= 2/3`
বা, `(x-1)/x= 2/3`
বা, `3x-3= 2x`
বা, `3x-2x= 3`
`:. x = 3`
`:.` ভগ্নাংশটি `= x/(x+1)= 3/(3+1)= 3/4` (Ans.)