Answer ক. দেওয়া আছে, সংখ্যা দুেইটি ক্রমিক
`:.`একটি সংখ্যা y হলে অপর সংখ্যাটি y+1
এখানে, সংখ্যা দুইটি বর্গের যোগফল 841
`:.` প্রশ্নানুসারে, `y^2+(y+1)^2=841`.........(i)
খ. ‘ক’ অংশ হতে পাই,
`y^2+(y+1)^2=841`
বা, `y^2+y^2+2y+1=841`
বা, `2y^2+2y+1-841=0`
বা, `2y^2+2y-840=0`
বা, `y^2+y-420=0`
বা, `y^2+21y-20y-420=0`
বা, `y(y+2)-20(y+21)=0`
বা, `(y+21)(y-20)=0`
হয়, y+21=0 অথবা, y-20=0
`:. y= -21` `:. y= 20`
(গ্রহণযোগ্য নয়)
`:.`ক্রমিক স্বাভাবিক সংখ্যা দুইটি যথাক্রমে 20 ও (20+1) বা, 21
Ans. 20 , 21 .
গ. ‘খ’ অংশ হতে পাই, সংখ্যা দুইটি 20 ও 21
`:.` আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মিটার 21 ও প্রস্থ 20 মিটার
`:.`আয়তক্ষেত্রের পরিসীমা = 2 (দৈর্ঘ্য+প্রস্থ) একক
= 2(21+20) মিটার
= 82 মিটার
এবং আয়তক্ষেএটির কর্ণের দৈর্ঘ্য = `sqrt (`দৈর্ঘ্য`)^2 + ( ` প্রস্থ `) ^2` একক
=`sqrt 21^2+20^2 ` মিটার
=`sqrt 441+400` মিটার
=`sqrt 841` মিটার
= 29 মিটার (Ans.)