Question:দুইটি চলকের সমষ্ঠি 10 ও বিয়োগফল 4 যেখানে প্রথম চলক> দ্বিতীয় চলক ।
ক. উদ্দিপকটিকে সমীকরণজোট আকারে প্রকাশ কর ।
খ. সমীকরণজোটটির প্রকৃতি কিরূপ এর সমাধান কয়টি ?
গ. দুইটি চলকের সমষ্ঠি 14 এবং দ্বিতীয় চলক ও প্রথম চলকের বিয়োগফলের দ্বিগুণ
সমান 8 (দ্বিতীয় চলক > প্রথম চলক ) হলে সমীকরণজোটটির সমাধান ‘খ’ এর
অনুরূপ হবে কী-ব্যাখ্যা কর ।8
Answer ক.ধরি ,চলকদ্বয়ের ১মটি x এবং ২য়টি y যেখানে x> y
উদ্দিপকের আলোকে গঠিত সমীকরণজোট :
x+y=10.................(i)
x-y=4...................(ii)} (Ans)
খ. ‘ক’ এর সমীকরণজোটে,
x এর সহগদ্বয়ের অনুপাত`1/1`
এবং y ,, ,, ,, ,, `1/(-1)`
আমরা পাই,`1/1!=1/(-1)`
সুতরাং সমীকরণজোট সামন্জ্যস ও পরস্পর অর্ভিরশীল এবং একটিমাত্র সমাধান আছে । (Ans)
গ. প্রদত্ত তথ্যের আলোকে গঠিত সমীকরণজোট :
x+y=14.................(iii)
2(y-x)=8
বা, -2x+2y=8............(iv)
এখানে,x এর সহগদ্বয়ের অনুপাত `1/(-2)`
y এর সহগদ্বয়ের অনুপাত
আমরা পাই,`-1/1!=1/2`
এক্ষেত্রে সমীকরণজোট সামন্জস্য ও পরস্পর অনির্ভরশীল এবং একটি সমাধান আছে ।
:. সমীকরণজোটটির সমাধান ‘খ’ এর অনুরূপ ।