Question:১০. `5/(12), sqrt(7), 0.735, 3.456, 16.457, sqrt(8), 2.036` কয়েকটি
ধনাত্নক সংখ্যা।
ক. উদ্দীপকের সংখ্যাগুলো থেকে মূলদ সংখ্যা লিখ।
খ. আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ দশমিকে প্রকাশ করে যোগফল নির্ণয় কর।
গ. প্রদত্ত সংখ্যাগুলো থেকে দুইটি অমূলদ সংখ্যা বাছাই করে এদের মধ্যে একটি মূলদ ও
একটি অমূলদ সংখ্যা নির্ণয় কর।
Answer ক. মূলদ সংখ্যা হলো; `5/(12), 0.735, 3.456, 16.457, 2.036 ` (Ans)
খ. আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলো হলো: 3.456, 16.457
আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ দশমিকে প্রকাশ করে যোগ করা হলো:
3.456 = 3.4564564|56
16.457 = 16.4575757|57
--------------------------------
যোগফল = 19.9140322|13
উত্তর: 19.9140322
গ. অমূলদ সংখ্যা দুইটি হলো:` sqrt(7), sqrt(8)`
এখানে, `sqrt(7) = 2.6457513`
`sqrt(8) = 2.8284271`
এখন a = 2.7305 একটি মূলদ
এবং b = 2.7306006.......একটি অমূলদ সংখ্যা বিবেচনা করি।
স্পষ্টতই `sqrt(7) <a < sqrt(8)`
এবং `sqrt(7) < b <sqrt(8)`
:. নির্ণেয় মূলদ সংখ্যা = 2.7305
এবং অমূলদ সংখ্যা = 2.7306006......
Ans: 2.7305, 2.7306006.........