1. Question:১. প্রমাণ কর যে, (ক) `sqrt(5)` (খ) `sqrt(7)` (গ) `sqrt(10)` প্রত্যেকে অমূলদ সংখ্যা। 

    Answer
    সমাধান:(ক) আমরা জানি, `4 < 5 < 9`
    
     `:.  sqrt(4) < sqrt(5) < sqrt(9)`
    
      বা, `2 < sqrt(5) < 3`
    
     সুতরাং `sqrt(5)`এর মান `2` অপেক্ষা বড় এবং `3` অপেক্ষা ছোট।
    
     অতএব, ‍ `sqrt(5)` পূর্ণ সংখ্যা নয়। 
    
     `:. sqrt(5)`মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা।
    
     যদি`sqrt(5)`মূলদ সংখ্যা হয় তবে
    
     ধরি, `sqrt(5) = p/q`; যেখানে `p`ও `q` উভয়ই স্বাভাবিক সংখ্যা ও পরস্পর
    
     সহমৌরিক এবং `q > 1`
    
     বা, `5 = p^2/q^2`   [  বর্গ করে  ]
    
     বা, `5q = p^2/q`     [  উভয়পক্ষকে `q` দ্বারা গূণ করে  ]
    
     স্পষ্টত: `5q`পূর্ণ সংখ্যা। কিন্তুু `p^2/q` পূর্ণ সংখ্যা নয় কারণ `p`ও `q`
    
     স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং `q > 1`.
    
     `:. 5q` এবং`p^2/q` সমান হতে পারে না, অর্থাৎ`5q != p^2/q`
    
     `:. sqrt(5)` এর মান`p/q` আকারের কোনো সংখ্যাই হতে পারে না,
    
     অথাৎ `sqrt(5) != p/q`.
    
     সুতরাং`sqrt(5)` মূলদ সংখ্যা নয়।
    
     `:. sqrt(5)` অমূলদ সংখ্যা।    (প্রমাণিত)(খ) আমরা জানি, `4 < 7 < 9`
    
    `:.  sqrt(4) < sqrt(7) < sqrt(9)`
    
     বা, `2 < sqrt(2) < 3`
    
     সুতরাং `sqrt(7)`এর মান `2` অপেক্ষা বড় কিন্তু `3` অপেক্ষা ছোট।
    
      অতএব, ‍ `sqrt(7)` পূর্ণ সংখ্যা নয়। 
    
     `:. sqrt(7)`মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা।
    
      যদি`sqrt(7)`মূলদ সংখ্যা হয় তবে
    
     ধরি, `sqrt(7) = p/q`; যেখানে `p`ও `q` উভয়ই স্বাভাবিক সংখ্যা ও পরস্পর
    
     সহমৌরিক এবং `q > 1`
    
     বা, `7 = p^2/q^2`   [  বর্গ করে  ]
    
     বা, `7q = p^2/q`     [  উভয়পক্ষকে `q` দ্বারা গূণ করে  ]
    
     স্পষ্টত: `7q`পূর্ণ সংখ্যা। কিন্তুু `p^2/q` পূর্ণ সংখ্যা নয় কারণ `p`ও `q`
    
     স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং `q > 1`।
    
     সুতরাং`7q` এবং`p^2/q` সমান হতে পারে না, অর্থাৎ`7q != p^2/q`
    
     `:. sqrt(7)` এর মান`p/q` আকারের কোনো সংখ্যাই হতে পারে না,
    
     অথাৎ `sqrt(7) != p/q`.
    
     সুতরাং`sqrt(7)` মূলদ সংখ্যা নয়।
    
    `:. sqrt(7)` অমূলদ সংখ্যা।    (প্রমাণিত)(গ) আমরা জানি, `9 < 10 < 16`
    
    `:.  sqrt(9) < sqrt(10) < sqrt(16)`
    
     বা, `3 < sqrt(10) < 4`
    
     সুতরাং `sqrt(10)`এর মান `3` অপেক্ষা বড় এবং `4` অপেক্ষা ছোট।
    
     অতএব, ‍ `sqrt(10)` পূর্ণ সংখ্যা নয়। 
    
     `:. sqrt(10)`মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা।
    
     যদি`sqrt(10)`মূলদ সংখ্যা হয় তবে
    
     ধরি, `sqrt(10) = p/q`; যেখানে `p`ও `q` উভয়ই স্বাভাবিক সংখ্যা ও 
    
     পরস্পর সহমৌরিক এবং `q > 1`।
    
     বা, `10 = p^2/q^2`   [  বর্গ করে  ]
    
     বা, `10q = p^2/q`     [  উভয়পক্ষকে `q` দ্বারা গূণ করে  ]
    
     স্পষ্টত: `10q`পূর্ণ সংখ্যা। কিন্তুু `p^2/q` পূর্ণ সংখ্যা নয় কারণ `p`ও `q`
    
     স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং `q > 1`।
    
     সুতরাং `10q` এবং`p^2/q` সমান হতে পারে না, অর্থাৎ`10q != p^2/q`
    
     `:. sqrt(10)` এর মান`p/q`এরা আকারের কোনো সংখ্যাই হতে পারে না,
    
     অথাৎ `sqrt(10) != p/q`
    
     সুতরাং`sqrt(10)` মূলদ সংখ্যা নয়।
    
    `:. sqrt(10)` অমূলদ সংখ্যা।    (প্রমাণিত)

    1. Report
  2. Question:২(ক)`0.31` এবং `0.12` এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় কর। 

    Answer
    সমাধ্যান:মনে করি, একটি সংখ্যা `a = 0.12303003`............
                      এবং অপর সংখ্যা `b = 0.12404004`......
      স্পষ্টত: `a` ও `b` বাস্তব সংখ্যা এবং উভয়ই `0.12` অপেক্ষা বড় ও 
      `0.31` অপেক্ষা ছোট। অথাৎ, `0.12 < 0.12303003....... <0.31`
        এবং `0.12 < 0.12404004...... < 0.31`
        আবার, `a` ও `b` কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না।
          `:. a` ও `b` দুইটি নির্ণেয় অমূলদ সংখ্যা।

    1. Report
  3. Question:২(খ)`1/sqrt(2)` এবং `sqrt(2)` এন মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণেয় কর। 

    Answer
    সমাধান: এখানে, `1/sqrt(2) = 0.7071067`.....
      এবং  `sqrt(2) = 1.4142135`.......
      মনে করি, `a = 1.2 = 12/10 = 6/5`
      এবং `b = 1.020020002`.......
       স্পষ্টত:`a` ও `b` দুইটি বাস্তব সংখ্যা এবং উভয়ই `1/sqrt(2)` অপেক্ষা
       বড় এবং  `sqrt(2)` অপেক্ষা ছোট।
       অথাৎ, `1/sqrt(2) < 6/5 < sqrt(2)` এবং
        `1/sqrt(2) < 1.020020002........... < sqrt(2)`।
        ‍`a` কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়
        `:. a` একটি মূলদ সংখ্যা।
        কিন্তুু `b` কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না।
        `:. b` একটি অমূলদ সংখ্যা।
        `:. a` ও `b` দুইটি নির্ণেয় সংখ্যা যার মধ্যে `a` মূলদ  এবং `b` অমূলদ।

    1. Report
  4. Question:৩(ক)প্রমাণ কর যে, যেকোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। 

    Answer
    সমাধান: মনে করি, `(2x - 1)` একটি বিজোড় পূর্ণসংখ্যা, 
       যেখানে `x` যেকোনো পূর্ণ সংখ্যা।
      তাহলে `(2x - 1)` এর বর্গ `= (2x - 1)^2`
                                     `= (2x)^2 - 2 . 2x . 1 + (1)^2`
                                     `= 4x^2 - 4x + 1` 
                                     `= 4x(x - 1) + 1`
                                     `= 2 . 2x(x - 1) + 1`
      যেহেতু `x` যেকোনো পূর্ণসংখ্যা, সুতরাং `2 . 2x(x - 1) + 1` একটি জোড় সংখ্যা।
     `:. 2 . 2x(x - 1) + 1` সংখ্যাটি বিজোড়।
    অতএব, যেকোনো বিজোড় পূর্ণসংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা।
                                                      (প্রমাণিত)

    1. Report
  5. Question:৩(খ)প্রমাণ কর যে, দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল `8` (আট) দ্বারা বিভাজ্য। 

    Answer
    সমাধান: মনে করি, দুইটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে `2x` ও 
    `2x + 2`, যেখানে `x` যেকোনো পূর্ণ সংখ্যা।
     এদের গুণফল  ` = 2x(2x + 2)`
                     ` = 4x(x + 1)`
    যেহেতু `x` ও `(x + 1)` দুইটি ক্রমিক পূর্ণসংখ্যা, সুতরাং এদের যে
    কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে। এদের গুণফলও জোড় সংখ্যা হবে।
      `:. x(x + 1), 2` দ্বারা বিভাজ্য।
      সুতরাং `4x(x + 1), 4 xx 2 = 8` দ্বারা বিভাজ্য।
    অতএব দুইটি ক্রমিক জোড় সংখ্যাব গুণফল `8` দ্বারা বিভাজ্য।
                                                                  (প্রমাণিত)

    1. Report
  6. Question:৪.আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ কর: (ক) `1/6` 

    Answer
    সমাধান: প্রদত্ত ভগ্নাংশে `= 1/6`
                      এখানে, ` 6 ) 10 ( 0.166`
                                    ` 6 `
                                  _______
                                    ` 40 `
                                    ` 36 `
                                   ______
                                    ` 40 `
                                    ` 36 `
                                  _______
                                      ` 4 `
    
            `:.` নির্ণেয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ ` = 0.1666....... = 0.16`

    1. Report
  7. Question:৪.আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ কর: (খ) `7/11` 

    Answer
    সমাধান: প্রদত্ত ভগ্নাংশ `= 7/11`
                     এখানে, ` 11 ) 70 ( 0.6363 `
                                   ` 66 `
                                  _________
                                   ` 40 `
                                   ` 33 `
                                 __________  
                                    ` 70 `
                                    ` 66 `
                                 __________
                                     ` 40 `
                                     ` 33 `
                                 __________
                                       ` 7 `
    
              `:.` নির্ণেয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ ` = 0.6363......... =0.63`

    1. Report
  8. Question:৪.আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ কর: (গ) ` 3 2/9` 

    Answer
    সমাধান: প্রদত্ত ভগ্নাংশ `= 3 2/9`
                             `= 29/9`
                      এখানে, ` 9 ) 29 ( 3.22`
                                  ` 27 `
                                ________
                                  ` 20 `
                                  ` 18 `
                               _________
                                  ` 20 `
                                  ` 18 `
                               _________
                                   ` 2 `
    
            `:.` নির্ণেয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ  ` = 3.222....... = 3.2 `

    1. Report
  9. Question:৪.আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ কর: (ঘ) ` 3 8/15` 

    Answer
    সমাধান: প্রদত্ত ভগ্নাংশ  ` 3 8/15`
                              ` = 53/15 `
                       এখানে, 15 ) 53 ( 3.533
                                  ` 45 `
                                 _______
                                  ` 80 `
                                  ` 75 `
                                ________
                                  ` 50 `
                                  ` 45 `
                               __________
                                   ` 50 `
                                   ` 45 `
                                _________
                                       ` 5 `
             `:.` নির্ণেয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ `= 3.5333......... = 3.53 `

    1. Report
  10. Question:৫. সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর: (ক) ` 0.2 ` 

    Answer
    সমাধান: প্রদত্ত আবৃত্ত দশমিক ভগ্নাংশ ` = 0.2 `
                                              ` = (2 - 0)/9 `
                                              ` = 2/9 `
                       
                        `:.`  নির্ণেয় ভগ্নাংশ ` = 2/9 `

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd