Question:১০.> তিনজন জেলে 690 টি মাছ `2/3: 4/6:5/6` অনুপাতে ভাগ করলো।
ক. অনুপাতগুলোকে a : b : c আকারে প্রকাশ কর। যেখানে a, b, c`in NN`
খ. প্রত্যেকে কতটি করে মাছ পেল? কে সবচেয়ে বেশি মাছ পেল?
গ. প্রতিটি মাছের দাম 30 টাকা হলে দেখাও যে জেলেদের মাছের সংখ্যার অনুপাত
ও দামের অনপাত সমান।
Answer ক. দেওয়া আছে, তিনজন জেলের ভাগ করে নেওয়া মাছের
অনুপাত` 2/3 : 4/5 : 5/6`
এখানে অনুপাতগুলোর হরসমূেহের ল.সা,গু 30
:. `2/3 : 4/5 : 5/6 = (2/3 xx 30) : (4/5 xx 30) : (5/6 xx 30) = 20 : 24 : 25`
Ans. 20 : 24 : 25
খ. ‘ক’ অংশ হতে পাই,
তিনজন জেলের 690 টি মাছ ভাগ করে নেওয়ার অনুপাত 20 : 24 : 25
মনে করি প্রথম ও দ্বিতীয় জেলে পায় যথাক্রমে 20x, 24x ও 25xটি মাছ।
প্রশ্নানুসারে, 20x + 24x + 25x = 650
বা, 69x = 690
বা, x =` (690)/(69)`
:. x = 10
:. প্রথমে জেলে পায় =` (20 xx 10)` বা, 200টি মাছ।
দ্বিতীয় জেলে মাছ পায় =` (24 xx 10)` বা, 240টি মাছ
তৃতীয় জেলে মাছ পায় =` (25 xx 10)`বা, 250টি মাছ
:. প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় জেলের প্রাপ্ত মাছের সংখ্যা যথাক্রমে
200টি, 240টি, ও 250টি। তৃতীয় জেলে সবচেয়ে বেশি মাছ পেল।
গ. ‘খ’ হতে পাই,
প্রথম দ্বিতীয় ও তৃতীয় জেলের প্রাপ্ত মাছের সংখ্যা যথাক্রমে
200টি, 240টি, 250 টি।
এখন প্রতিটি মাছের দাম 30 টাকা হলে
প্রথম জেলের প্রাপ্ত মাছের মোট দাম `= (200 xx 30)` টাকা
= 6000 টাকা
২য় জেলের প্রাপ্ত মাছের মোট দাম =` (240 xx 30)` টাকা
= 7200 টাকা
এবং তৃতীয় জেলের প্রাপ্ত মাছের মোট দাম` = (250 xx 30)` টাকা
= 7500 টাকা
:. প্রথম দ্বিতীয় তৃতীয় জেলের প্রাপ্ত মোট মাছের দামের অনুপাত
= 6000 : 7200 : 7500
= 60 : 72 : 75
= 20 : 24 : 25
যা ‘ক’ অংশ হতে প্রাপ্ত জেলেদের মাছের অনুপাতের সমান।
:. জেলেদের মাছের সংখ্যার অনুপাত ও দামের অনুপাত সমান।