Question:১২.> ABCD আয়তক্ষেত্রের দৈর্ঘ্য X মিটার এবং প্রস্থ Y মিটার আয়তক্ষেত্রটির 10% দৈর্ঘ্য বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে--- ক. দৈর্ঘ্য বৃদ্ধি ও প্রস্থ হ্রাসের পরিমাণ কত? খ. আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। গ. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে? 

Answer ক. দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য X মি. ও প্রস্থ ‍Y মি. :. ক্ষেত্রফল = XY বর্গ মি. এখন আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়। :. দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ (X এর 10%) মি. = (X এর `(10)/(100)`) মি.= `(10X)/(100)` মি.= `X/(10)` মি. আয়তক্ষেত্রটির প্রস্থ 10% হ্রাস পায়। :. প্রস্থ হ্রাসের পরিমাণ (Y এর 10%) মি. = (Y এর `(10)/(100)`) মি.= `(10Y)/(100)` মি. = `Y/(10)` মি. Ans. `x/(10)` মিটার `y/(10)` মিটার। খ. ‘ক’ হতে পাই, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ `x/(10)` মিটার :. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য `= (x + x/(10)`) মিটার `= ((10x + x)/(10))` মিটার 

+ ExplanationNot Moderated
+ Report
Total Preview: 516
১২.> ABCD ayotkkhetrer doirgho X mitar abong proshotho Y mitar ayotkkhetrotir 10% doirgho briddhi abong proshotho 10% hrasho pele--- ka. doirgho briddhi o proshotho hrasher pariman koto? kh. ayotkkhetrotir doirgho o proshotho nirony karo. ga. ayotkkhetrer kkhetrophol shotkra koto hrasho ba briddhi pabe?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd