Question:কোনো বস্তু কণার বেগ আছে কিন্তু ত্বরণ নেই- এরকম হতে পারে কী?
Answer কোনো বস্তুর বেগ থাকা সত্ত্বেও এর ত্বরণ নাও থাকতে পারে। এক্ষেত্রে বস্তুটির ত্বরণ শূন্য হবে এবং বেগ অপরিবর্তিত থাকবে। মহাবিশ্বের যে স্থানে কোনোরূপ মহাকর্ষ বল নেই সেখানে কোনো বস্তু যে গতিতে চলছে সে গতিবেগেই চলতে থাকবে, ফলে এর কোনো ত্বরণ থাকবে না। সুতরাং কোনো বস্তু কণার বেগ আছে কিন্তু ধরন নেই এরকম হতে পারে।
+ Report
kono boshotu kanar beg ache kintu ttoron nei- arokmo hote pare ki?