Question:স্থিতি ও গতির মধ্যকার পার্থক্য- ব্যাখ্যা কর। 

Answer এ মহাবিশ্বের সকল স্থিতি ও গতিই আপেক্ষিক, কোনোটিই পরম নয়। প্রসঙ্গ বস্তু ও আলোচ্য বস্তুর পারস্পরিক অবস্থান যদি সময়ের সাথে অপরিবর্তিত থাকে তাহলে আলোচ্য বস্তুটিকে প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে স্থিতিশীল ধরা হয়। অপরদিকে গতি হলো প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে একই বেগে কিন্তু একই দিকে চলছে না এরূপ আলোচ্য বস্তুর গতির অবস্থা, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে গতিশীল ধরা হয়। 

+ Report
Total Preview: 3160
shothiti o gatir modhjokar parothokjo- baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd