Question:প্রসঙ্গ কাঠামো কেন দরকার- ব্যাখ্যা কর। 

Answer এ মহাবিশ্বের কোনো গতি এবং স্থিতি কম নয়, বরং এর সকলেই আপেক্ষিক। অর্থাৎ কোনো বস্তুর স্থির বা গতিশল আছে কিনা তা বোঝারজন্য পর্যব্খেষণ দরকার হয় যা পদার্থবিজ্ঞানের ভাষায় প্রসঙ্গ কাঠামো নামে পরিচিত। প্রসঙ্গ কাঠামোর গতি এবং লক্ষ্যবস্তুর গতি একই দিকে একই মানের হলে লক্ষ্যবস্তুটি আপেক্ষিকভাবে স্থির মনে হবে, আর সমান না হলে লক্ষ্যবস্তুটি পর্যবেক্ষক বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে লক্ষ্যবস্তুটি গতিশীল মনে হবে। 

+ Report
Total Preview: 1401
proshongo kathamo ken dorokaro- baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd