Question:পঁচা ডিম পানিতে ভাসে কেন ব্যাখ্যা কর। 

Answer ডিম পঁচে গেলে এর ভিতর হতে বিভিন্ন জলীয় পদার্থসমূহ ডিমের খোসার সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে বের হয়ে যায়। ফলে ভালো ডিমের তুলনায় এ অবস্থায় ডিমের ওজন হ্রাস পায়। এ অবস্থায় পঁচা ডিমের ওজন ডিমটি দ্বারা অপসারিত পানির ওজনের চেয়ে কম হয়। ফলে পঁচা ডিম পানিতে ভাসে। 

+ Report
Total Preview: 1726
paঁcha dimo panite vashe ken baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd