Question:কোনো বাতির গায়ে 60 ওয়াট লেখা থাকার অর্থ কী? 

Answer ওয়াট হলো ক্ষমতার এস.আই.একক. যেখানে এক সেকেন্ডে এক জুল কাজ করা বা শক্তি রূপান্তরের হারকে এক ওয়াট বলে। সুতরাং, কোনো বাতির গায়ে 60 ওয়াট লেখা থাকার অর্থ হলো এটি প্রতি সেকেন্ডে 60 জুল তড়িৎ শক্তিকে আলোক এবং তাপশক্তিতে রূপান্তর করে। এক্ষেত্রে উৎপন্ন আলোকশক্তি এবং তাপশক্তির সম্মিলিত পরিমাণ হলো 60 জুল। 

+ Report
Total Preview: 2229
kono batir gaye 60 oyat lekha thakar orotho ki?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd