কাজ, ক্ষমতা ও শক্তি
 
  1. Question: একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে?

    A
    গতি শক্তি

    B
    বিভব শক্তি

    C
    তাপ শক্তি

    D
    রাসায়নিক শক্তি

    Note: - কোনো বস্তু তার গতির জন্য যে শক্তি পায় তাকে বলে- গতিশক্তি। - যে শক্তি ঠান্ড বা গরমের অনুভূতি জাগায় তাকে বলে- তাপশক্তি। - কোনো বস্তু তার রাসায়নিক পরিবর্তনের জন্য যে শক্তি লাভ করে তাকে তার- রাসায়নিক শক্তি বলে।
    1. Report
  2. Question: m ভরের একটি বস্তুকে 20m, 30m, 40m, ও 50m উপরে রাখা হলো। কোন অবস্থানে তার বিভন শক্তি সবচেয়ে বেশি?

    A
    20m

    B
    30m

    C
    40m

    D
    50m

    Note: -স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামার্থ্য অর্জন করে তাকে বলে- বিভব শক্তি। - বিভব শক্তি= ভর x অভিকর্ষজ ত্বরণ x উচ্চতা। - নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বস্তুর জন্য ভর ও অভিকর্ষজ ত্বরণ- স্থির থাকে।
    1. Report
  3. Question: কোন দেশ ভূগর্ভস্থ তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে?

    A
    ভারত

    B
    ফ্রান্স

    C
    নিউজিল্যান্ড

    D
    জাপান

    Note: Not available
    1. Report
  4. Question: বস্তুর গতিশক্তি চারগুণ করতে হলে বেগের মান কত গুণ করতে হবে?

    A
    ১৬ গুণ

    B
    ৪ গুণ

    C
    ৮ গুণ

    D
    ২ গুণ

    Note: Not available
    1. Report
  5. Question: এক ওয়াট কত অশ্বক্ষমতা সমান

    A
    0.0021

    B
    0.0013

    C
    746

    D
    764

    Note: Not available
    1. Report
  6. Question: নিউক্লিয় বিক্রিয়ায় এক টন ইউরেনিয়াম থেকে যে শক্তি পাওয়া যায় তা কত টন কয়লা পুড়িয়ে পাওয়া শক্তির সমান?

    A
    ৪ লক্ষ টন

    B
    ৬ লক্ষ টন

    C
    ৮ লক্ষ টন

    D
    ১০ লক্ষ টন

    Note: Not available
    1. Report
  7. Question: কোনটির মাধ্যমে জলবিদ্যুৎ প্রকল্পে যান্ত্রিক শক্তি ও চুম্বক শক্তির সমন্বয় ঘটানো হয়?

    A
    টার্বাইন

    B
    ব্যাটারি

    C
    মোটর

    D
    স্লিপরিং

    Note: Not available
    1. Report
  8. Question: হট স্পট নির্গত বাষ্পকে বের করে টার্বাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় কোথায়?

    A
    গ্রীন ল্যান্ডে

    B
    ফিনল্যান্ডে

    C
    পোল্যান্ডে

    D
    নিউজিল্যান্ডে

    Note: Not available
    1. Report
  9. Question: কোনটি ঋণাত্মক কাজ?

    A
    গাছ থেকে নামা

    B
    50 কেজি ভরের কোনো বস্তুতে মাথায় নিয়ে চল

    C
    সমতল পথ ধরে হাঁটা

    D
    সিঁড়ি ভেড়ে উপরে ওঠা

    Note: Not available
    1. Report
  10. Question: কোন শক্তির প্রভাবে ঢিল ছুঁড়ে আম পাড়া যায়?

    A
    গতি শক্তি

    B
    শব্দ শক্তি

    C
    তাপ শক্তি

    D
    রাসায়নিক শক্তি

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd