Question:কোনো বস্তুর বিভব শক্তি 1175J বলতে কী বোঝ?
Answer ভূপৃষ্ঠ হতে নির্দিষ্ট উচ্চতায় কোনো বস্তুর বিভবশক্তি 1175J বলতে বোঝায় ভূপৃষ্ঠ হতে বস্তুটিকে এর অভিকর্ষের বিরুদ্ধে বল প্রয়োগ করে উক্ত উচ্চতায় তুলতে 1175J পরিমাণ কাজ করতে হয়েছে এবং উক্ত কাজ এখন এর মধ্যে বিভবশক্তি রূপে সঞ্চিত রয়েছে। ফলে বস্তুটিকে মুক্তভাবে পড়তে দিলে মাটিতে নেমে আসা পর্যন্ত এটি 1175J পরিমাণ কাজ করতে পারবে বা 1175J পরিমাণ গতিশীক্ত অর্জন করবে।
+ Report
kono boshotur bibhbo shakti 1175J bolte ki boঝ?