Question:কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে কী বোঝ? 

Answer কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে বুঝায়, যন্ত্রে যে পরিমাণ শক্তি প্রদান করা হয় তার কত অংশ কার্যকর শক্তি হিসেবে পাওয়া যায় এটি সাধারণত শতকরা হিসেবে প্রকাশ করা হয়। কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে বুঝায়, ঐ যন্ত্রে প্রদত্ত মোট শক্তির শতকরা 70 ভাগ কার্যকর শক্তি হিসেবে পাওয়া যায় এবং বাকি 30 ভাগের অপচয় ঘটে। 

+ Report
Total Preview: 2016
kono jontrer karomodokhta 70% bolte ki boঝ?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd