Question:যান্ত্রিক শক্তি কত প্রকার- ব্যাখ্যা কর। 

Answer যান্ত্রিক শক্তি দুই প্রকার, যথা: গতি শক্তি ও বিভব শক্তি। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার গতি শক্তি বলে, গতি শক্তিকে `1/2mv^2` সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। অবস্থান পরিবর্তনের কারণের জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার বিভব শক্তি বলে, গতি শক্তিকে mgh সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। 

+ Report
Total Preview: 1119
joantroিk shakti koto prokaro- baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd