Question:শক্তির প্রচলিত উৎসসমূহের মধ্যে বেশিরভাগই অনবায়ন যোগ্য ব্যাখ্যা কর। 

Answer শক্তির প্রচলিত উৎসসমূহের অধিকাংশই হলো জীবাশ্মা জ্বালানি। এগুলো একবার ব্যবহার করে ফেললে তাপ ও কার্বন-ডাই-অক্সাইড রূপে পরিবেশে মিশে যায় এবং পুনরায় ফেরত আনা সম্ভব নয়। এ জ্বালানি গুলো দ্রুত ফুরিয়ে যায় এবং বারবার চক্রাকারে ব্যবহার করা যায় না বলে এগুলোকে অনবায়নযোগ্য বলা হয়। লক্ষ করি, দৈনন্দিন জীবনে বিদ্যুৎ উৎপাদন ও যানবাহন চালনা হতে শুরু করে সর্বক্ষেত্রেই প্রধানত জীবাশ্মা জ্বালানি ব্যবহার করা হয়। সুতরাং শক্তির প্রচলিত উৎসমূহের বেশির ভাগিই অনবায়নযোগ্য। 

+ Report
Total Preview: 639
shaktir prochlit utshoshomuher modhe beshirovagi onbayon joggo baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd