Question:বাস্তব ক্ষেত্রে কর্মদক্ষতা কি কখনো 100% বা এর চেয়ে বেশি হতে পারে? ব্যাখ্যা কর। 

Answer বাস্তব ক্ষেত্রে কর্মদক্ষতা কখনোই 100% বা এর চেয়ে বেশি হতে পারে না। কারণ কোনো যন্ত্রে মোট যে শক্তি প্রদান করা হয় তার কিছু অংশই কার্যকর শক্তিতে রূপান্তরিত হয়, আর বাকি অংশ অন্যান্যভাবে ব্যয়িত হয়। তাই কর্মদক্ষতা কখনোই 1 হতে পারবে না। অর্থাৎ 100% বা এর চেয়ে বেশি হতে পারবে না। 

+ Report
Total Preview: 1286
bashotbo kkhetre karomodokhta ki kokhonো 100% ba ar cheye beshi hote pare? baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd