Question:গতিশক্তির ব্যাখ্যা দাও। 

Answer কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। কোনো বস্তু যখন স্থির অবস্থায় থাকে তখন কোনো গতিশক্তি তাকে না। m ভরের কোনো বস্তুর গতিবেগ v হলে এর গতিশক্তি `E-k = 1/2mv^2`। ঢিল ছুড়ে গাছের বৃন্ত হতে আম বিচ্যুত করা সম্ভব। এক্ষেত্রে ঢিলের গতিশক্তি রয়েছে বলেই এর দ্বারা ঐ কাজ সম্পাদন করা সম্ভব। 

+ Report
Total Preview: 769
gtishaktir baakha dao.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd