Question:একটি বস্তু কীভাবে বিভ শক্তি অর্জন করে- ব্যাখ্যা কর।
Answer কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থা বা অবস্থান হতে পরিবর্তিত অবস্থা বা অবস্থানে আসলে এটি বিভবশক্তি অর্জন করে। এখানে অবস্থার পরিবর্তন বলতে মূলত আকৃতিগত পরিবর্তন বুঝানো হয়েছে, যেমন: স্প্রিং এর সংকোচন। এছাড়া অবস্থানের পরিবর্তনের মাধ্যমেও বস্তু বিভবশক্তি অর্জন করতে পারে, যেমন- কোনো বস্তুকে ভূমি হতে নির্দিষ্ট উচ্চতায় তোলা হলে এটি অভিকর্ষজ বিভবশক্তি অর্জন করে।
+ Report
akti boshotu kivabe bibh shakti orojon kare- baakha karo.