Question:শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য লিখ। 

Answer (ক) শক্তি: কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। ক্ষমতা: কোনো বস্তু একক সময় যে কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে। (খ) শক্তি: মোট নিষ্পন্ন কাজ দিয়ে শক্তি নির্ধারণ করা হয়। শক্তি নির্ণয় তাই সময়ের প্রশ্ন আসে না। ক্ষমতা: ক্ষমতা নির্ধারণে মোট কাজের কোনো প্রয়োজন নেই। নির্দিষ্ট পরিমাণ কাজ করতে যার সময় যত কম লাগবে তার ক্ষমতা তত বেশি। ক্ষমতা নির্ণয়ে তােই সময়ের প্রশ্ন আসে। (গ) শক্তি: শক্তির বিভিন্ন রূপ আছে। ক্ষমতা: ক্ষমতার প্রকারভে নেই, তাই রূপান্তরের প্রশ্ন উঠেনা। (ঘ) শক্তির মাত্রা: `(MT^2T^(-2))` ক্ষমতার মাত্রা: `(MT^2T^(-3))` (ঙ) শক্তির একক জুল। ক্ষমতা একক ওয়াট। 

+ Report
Total Preview: 6000
shakti o khmotar modhe parothokjlikh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd