Question:একই দূরত্ব সামনে না হেঁটে সিঁড়ি দিয়ে উঠলে বেশি ক্ষমতার প্রয়োজন হয় কেন? 

Answer নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অনুভূমিক বরাবর সামনের দিকে হাঁটলে কেবল ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। কিন্তু একই দূরত্ব উল্লম্বভাবে উপরের দিকে উঠলে ঘর্ষণ বল এবং অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। তদুপরি, ঘর্ষণ বলের চেয়ে অভিকর্ষ বল বৃহত্তর মানের। তাই একই দূরত্ব সামনে না হেঁটে সিঁড়ি দিয়ে উঠলে বেশি ক্ষমতার প্রয়োজন হয়। 

+ Report
Total Preview: 1241
aki doূrotto shamone na heঁte shiঁড়ি diye uthle beshi khmotar proyojon hoy ken?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd