Question:ধারালো আলপিন দিয়ে কাগজ ছিদ্র করা সহজ কেন? ব্যাখ্যা কর।
Answer ধারালো আলপিনের অগ্রভাগের ক্ষেত্রফল অত্যন্ত কম। তাই আলপিনের পেছনভাগে সামান্য বল প্রয়োগ করলেই P = F/A সূত্রানুসারে আলপিনের অগ্রভাগ কর্তৃক অধিক মানের চাপ প্রযুক্ত হয়। অতিরিক্ত মানের এই চাপের কারণেই ধারালো আলপিন দিয়ে কাগজ ছিদ্র করা সহজ।
+ Report
dharalo alpin diye kagjo chidra kara shohojo ken? baakha karo.