Question:ভোঁতা আলপিনের পরিবর্তে তীক্ষ্ম ধারালো আলপিন দিয়ে কাগজ ছিদ্র করা সহজ কেন? 

Answer ভোঁতা আলপিনের পারিবর্তে তীক্ষ্ম ধারালো আলপিনের অগ্রভাগের ক্ষেত্রফল ক্ষুদ্রতর মানের। তাই চাপের P = F/A সূত্রানুসারে, একই পরিমাণ বলের জন্য ভোঁতা আলপিনের তুলনায় তীক্ষ্ম ধারালো আলপিন দিয়ে কাগজে বেশি চাপ প্রযোগ করা যায়। তাই ভোঁতা আলপিনের পরিবর্তে তীক্ষ্ম ধারালো আলপিন দিয়ে কাগজ ছিদ্র করা সহজ। 

+ Report
Total Preview: 1615
bhোঁta alpiner pariborote tikhmo dharalo alpin diye kagjo chidra kara shohojo ken?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd